আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিক্ষক ঈশা খান-এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ঈশা খানের স্বরণ সভা উদযাপন কমিটির উদ্যোগে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈশা খানের স্বরণ সভা উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন শিকদারের পরিচালনায় ঈশা খানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমনিস্ট পার্টির সভাপতি শাহরিয়া মোহাম্মদ ফিরোজ, সাধারণ সম্পাদক শাজিদুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এড্যাঃ কাজী মাসুদ, কেন্দ্রীয় ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড্যাঃ সৈয়দ মোঃ জামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সুজনের সভাপতি মিজানুর রহমার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, ফিরোজ মিয়া সককারী কলেজের প্রভাষক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন মুন্সী, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদত আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ঈশা খান-এর শূণ্যতা পূরণ হবার নয়, উনার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়তন করতে পারলেই উনার আত্মা শান্তি পাবে।
Home / অঞ্চলিক সংবাদ / সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিক্ষক ঈশা খান-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত