Breaking News
Home / বিনোদন / শিমু আহমেদঃ মায়াবী হাসির অভিনেত্রী

শিমু আহমেদঃ মায়াবী হাসির অভিনেত্রী


শিল্পী পাড়ায় ধীরে ধীরে জ্বলে উঠা নতুন আরেকটি তারা। নাম শিমু আহমেদ। তিন বোন এক ভাই এর মধ্যে সবার ছোট। “কিংশুক থেয়েটারের” সাথে যুক্ত থাকার পাশাপাশি শিমু আহমেদ দীর্ঘ আট বছর ধরে টিভি মিডিয়া জগতে নিজেকে নিবেদিত করে রেখেছেন। যার ফলাফল হিসাবে আজ তিনি শিল্পী পাড়ার একজন ব্যস্ততম অভিনয় শিল্পী। নজরকাড়া চোখ আর মায়াবী হাসি দিয়ে সবারই নজর কেরেছেন এই অভিনেত্রী শিমু আহমেদ।
কথা হয়েছিল তার সাথে। আসুন জেনে নেই তার সম্পর্কে কিছু অজানা বিষয়।

জানাওঃ কেমন আছেন?
শিমুঃ জি ভাল।
জানাওঃ অভিনয় জগতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আপনি এখন রীতিমত একজন তারকা। এই তারকা খ্যাতি কেমন লাগছে?
শিমুঃ অবশ্যই ভাল লাগছে। প্রত্যেক অভিনয় শিল্পীরই ভাল লাগে। এই খ্যাতির জন্যইত এত পরিশ্রম করা।
জানাওঃ আপনার প্রথম অভিনয় করা নাটকটি সম্পর্কে বলবেন?
শিমুঃ দিপু হাজরা পরিচালিত নাটক “রোজাদার”-য় অভিনয় দিয়ে আমার টিভি অভিনয় শুরু।
জানাওঃ এই পর্যন্ত মোট কতটি নাটক বা ছিনেমাতে কাজ করেছেন?
শিমুঃ এই পর্যন্ত আমি চল্লিশটা নাটকে আর দশটা ছিনেমায় কাজ করেছি। কিছু টিভিসিতে কাজ করেছি। পাশাপাশি উপস্থাপনাও করছি।
জানাওঃ বর্তমানে কোন কোন নাটক প্রচারিত হচ্ছে?
শিমুঃ একুশে টিভিতে আল হাজেনের পরিচালনায় ধারাবাহিক নাটক “ভবঘুরে” প্রচারিত হচ্ছে।
জানাওঃ কোন নাটক বা ছিনেমার শুটিং চলছে?
শিমুঃ জি। পরিচালক উত্তম আকাশের পরিচালনায় “চিটাগাংইয়া পোয়া নোয়াখাইললা মাইয়া” ছিনেমার শুটিং চলছে। এই মাসেই ছিনেমার শুটিং এর কাজে দেশের বাইরে যাব।
জানাওঃ কি ধরনের চরিত্রে অভিনয় করতে আপনি নিজেকে সাবলীল মনে মরেন?
শিমুঃ আসলে অভিনয় করতে এসেছি। নির্দিষ্ট কোন চরিত্র নয়। অভিনয় করাটা আমার কাজ। চরিত্র কোন মূখ্য বিষয় নয়। আমি আমার কাজ সঠিক ভাবে করছি কিনা; এইটাই দেখার বিষয়।
জানাওঃ অভিনয় নিয়ে আপনার লক্ষ্য কি?
শিমুঃ তেমন কিছু না। একজন ভাল অভিনেত্রী হয়ে সবার মনে জায়গা করে নিতে চায়। যাতে আমার মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে।
জানাওঃ মিডিয়া সম্পর্কে সাধারন মানুষের ইদানিং কিছু খারাপ ধারণা তৈরী হয়েছে। এই সম্পর্কে আপনার বক্তব্য কি?
শিমুঃ আসলে শুধু মিডিয়া কেন, আপনি কর্মক্ষেত্রের যে কোন জায়গায় যান সব খানেই ভাল মন্দ আছে। যদি নিজে ভাল থাকেন তাহলে কোন জায়গাই খারাপ না। নিজে ভাল তো জগত ভাল।
জানাওঃ ধন্যবাদ আপনাকে।
শিমুঃ আপনাকে ধন্যবাদ। সাথে সব পাঠকদেরও অনেক ভালবাসা ও শুভেচ্ছা। দর্শকদের ভালবাসাই আমার সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা।

About জানাও.কম

মন্তব্য করুন